বগুড়ার শেরপুরে জাল টাকাসহ একজন গ্রেফতার

বগুড়ার শেরপুরের ছোনকা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জাল টাকা সহ ওসমান গনি(৪৭) নামের জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাতি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে জাল টাকা ব্যবসায়ী ওসমান গনি ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শেরপুরের ছোনকা বাজার এলাকায় রিপনের মনোহারী দোকান থেকে কিছু জিনিষ ক্রয় করে এক হাজার টাকার নোট দেয়। পরে দোকানীর সন্দেহ হলে তাকে কৌশলে আটকে রেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের এসআই আতিকুর রহমান ঘটনাস্থল থেকে ওসমান গনীকে গ্রেফতার করে থানায় আনে। এ সময় পুলিশ ধৃত ওসমান গনী শরীর তল্লাশি করে তার কাছ থেকে ১২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবীর বলেন, গ্রেফতারকৃত ওসমান গনীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেওয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর