ফাইনাল ম্যাচে চরম বিপদে মাশরাফিরা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মঙ্গলবার (২৩ এপ্রিল) শেষ ম্যাচ। আজই ফয়সালা হবে কে জিতবে শিরোপা। আবহানী এবং রুপগঞ্জের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে আছে আবহানী। তাই আজকে জিতলেই শিরোপা জিতবে তারা।

অন্যদিকে আবহানীর হারলে এবং নিজেরা জিতলেই শিরোপা জিতবে রুপগঞ্জ। আর এমন যখন সমীকরণ তখন বিপদে মাশরাফি-সৌম্যদের আবহানী।

আজকে শেখ জামালের বিপক্ষে জয়ের জন্য আবহানীর টপকাতে হবে ৩১৮ রানের বিশাল পাহাড়। অন্যদিকে প্রাইম ব্যাংকের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে রানের পাহাড় গড়েছে রুপগঞ্জ। তারা করেছে ৩২৭ রান। তাই বলা যায় বেশ চাপেই আছে মোসাদ্দেক হোসেনর আবহানী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ জামালের দেয়া ৩১৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেম আবাহনীর সংগ্রহ ১৪:২ বল শেষে বিনা উইকেটে ৮০ রান। আর রূপগঞ্জের দেয়া ৩২৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৪:২ বল শেষে ২ ‍উই‌কেটের বিনিময়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৭০ রান।

আবাহনী ১৫ ম্যাচ ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথমে।সমান ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রূপগঞ্জ।তাই আজ যে দল জিতবে শিরোপায় তারা চুমু দেবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর