রাজধানীতে দুটি ভবনে আগুন

রাজধানীর পান্থপথ ও ওয়ারি এলাকার দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার বিকেলে ওয়ারির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। আর পান্থপথের ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদ হোসেন জানান, রাজধানীর ওয়ারি এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ৬ টা ৪৪ মিনিটে তা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এরশাদ হোসেন আরও জানান, সন্ধ্যা ৭টার দিকে পান্থপথের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে।

তাৎক্ষণিকভাবে ভবন দুটিতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সূএ:আমাদের সময়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর