র‌্যাব-১৩ অভিযানে জাল ডলারসহ নীলফামারীতে প্রতারক আটক

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী গ্রামে আজ সোমবার (২২ এপ্রিল) ভোরে জাল ডলারসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের একটি দল।

আটককৃত ব্যাক্তি উক্ত গ্রামের অলিয়ার রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৯)। এ সময় তার কাছে আমেরিকান ১১ ডলার আসল ও ১ হাজার ৬৬৪ জাল ডলার উদ্ধার করা হয়। র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার মেজর এ,টি,এম নাজমুল হুদা জানান, আটককৃত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল ডলারের ব্যবসা করে প্রতারনা করে আসছিল।

সে লোকজনদের প্রথমে আসল ডলার দেখিয়ে ফাঁদে ফেলে এবং ডলার বিক্রির সময় কৌশলে জাল ডলার দিয়ে লোকজনদের প্রতারিত করে। তারা ক্রেতা সেজে টাকা লেন-দেনের সময় তাদের জাল ডলারসহ হাতেনাতে আটক করা হয়।এ ঘটনায় ক্যাম্পের ডি,এ,ডি তাপস চক্রবর্তী বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে অঅটক ব্যাক্তিকে থানায় তুলে দেয়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান আসামীকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর