নীলফামারীতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকা মাছ নিধন

নীলফামারীর ডিমলায় পূর্ব ছাতনাই (কলনি) ইউনিয়নে ছাতনাই বারবিশা গ্রামে আবুল কাশেমের পুকুরে বিষপ্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে।

গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই বারবিশা গ্রামের মোহাম্মদ হাছেন আলীর পুত্র আবুল কাশেমের বাড়ীর সংলগ্ন মাছ চাষের জন্য ২৫শতক জমিতে ৪০ হাজার টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে।

গতকাল রবিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে, সকালে সব মাছ মরে ভেসে ওঠে। প্রায় ২০ মন মাছ মারা যায়, যার আনুমানিক মূল্য ১লক্ষ বিশ হাজার টাকা।

আবুল কাশেম বলেন, মানুষ আমার এত বড় সর্বনাশ করবে তা ভাবতে পারি নাই। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের উচিত বিচার হওয়া দরকার। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর