কমোডের থেকেও বেশি নোংরা এটিএম মেশিন! জানেন?

এটিএম থেকে টাকা তুলে হাত ধুয়ে নেন তো? ধোন না? জানেন কি এটিএম-এর কি প্যাডে পাবলিক টয়লেটের কমোডের থেকেও বেশি জীবাণু থাকে? হ্যাঁ সাম্প্রতিক গবেষণায় এই তথ্য সামনে এসেছে।

এই গবেষণা চালাতে ব্রিটিশ গবেষকরা এটিএম মেশিনের কিপ্যাড এবং পাবলিক টয়লেট, দুই জায়গা থেকেই জীবাণু সংগ্রহ করেন। দেখা দিয়েছে এটিএম মেশিনের উপস্থিত ব্যাকটিরিয়া মানুষের শরীরের জন্য পাবলিক টয়লেটের কমোডের থেকেও বেশি ক্ষতিকর। এই ধরনের ব্যাকটিরিয়া থেকে ডায়রিয়া ও আরও নানা অসুখ হতে পারে।

সারাদিনে বহু মানুষ এখানে হাত দেওয়ায় এটিএম মেশিনের কিপ্যাডে ভয়াবহ সব ব্যাকটিরিয়ার বাসা। তাই কোথায় হাত দিচ্ছেন সেই বিষয়ে সতর্ক থাকুন এবং সঙ্গে সব সময় ডিসইনফেকট্যান্ট ওয়াইপস রাখতে পারেন। কি প্যাডে হাত দেওয়ার আগে একবার ওয়াইপস দিয়ে এটিএম-এর কি প্যাড মুছে নিন। অসুস্থ হওয়ার থেকে সতর্ক থাকা ভালো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর