ইবিতে ইঞ্জিনিয়ারিং সনদের দাবিতে মানববন্ধন

সোমবার (১৮ মার্চ) সকাল ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর দাবিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন করে উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেছে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের পাঁচ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড বহন করে প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করে।

এদিকে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড.মোঃহারুন-উর-রশিদ আসকারীর সাথে সাক্ষাৎ করে ইঞ্জিনিয়ারিং সনদের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।এ সময় উপাচার্যের কার্যালয়ে পাঁচ বিভাগের চেয়ারম্যান, ফ্যাকাল্টির ডীন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার উপস্থিত ছিলেন।

গত বছর ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ গঠনের পর থেকেই শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং সনদের দাবিতে পাঁচটি বিভাগের চেয়ারম্যান এবং ডিন বরাবর তাদের দাবিগুলো তুলে ধরতে থাকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর