পাবনায় কাপুড় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা-আটক ৫

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান-মরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারে সবুজ্জল হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার সময় ৫ জন
সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সবুজ্জল ওই ইউনিয়নের দুধবাড়িয়া রায়পাড়া গ্রামের আলহাজ্ব আজাহার আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সবুজ্জল প্রতিদিনের মত কাপড়ের দোকান খুলে ব্যবসা শুরু করেন । মঙ্গলবার দুপুরের দিকে তিনটি মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক এসে সবুজ্জলের দোকানের জিনিসপত্র ভাংচুর করতে থাকে।

এসময় সুজ্জল বাধা দিলে তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে। এসময় স্থানীয় জনতা তাদের কে গনধোলাই দিয়ে ৫ জনকে ইউনিয়ন পরিষদে আটকে রাখে। ঘটনার পর উল্লাপাড়া উপজেলার সাবেক মুক্তিযুদ্ধার কমন্ডার মোঃ ময়দান সরকার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সন্ত্রাসীদের উদ্ধারের চেষ্টা চালায়। বিকালে খবর পেয়ে ভাঙ্গুড়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চড়মোহনপুর গ্রামের আবু বক্কার তালুকদারের ছেলে সামসুল (২২), ও মোরশেদ (২১), নুর ইসলামের ছেলে আল আমিন (২৩),বড় পাঙ্গাসী গ্রামের ইদ্রিস আলির ছেলে মাহবুব (২৩) ও ভাঙ্গুড়ার বাগুয়ান গ্রামের রেজাউল করিমের ছেলে অন্তর আহমেদ (২১)। ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, এঘটনায় দোকানী সবুজ্জল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বুধবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর