বহুগুণে গুণান্বিত এই তরুণী জনপ্রিয় এক ক্রিকেটারের স্ত্রী

২০০৮ সালে আইপিএল খেলে ফেরার সময় বিমানবন্দরে ৫ মিনিটের জন্য প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয় রায়নার। সেই দেখাতেও তেমন কোনো কথা হয়নি। ২০১৫ সালে সুরেশ রায়না অস্ট্রেলিয়ায় খেলতে গেলে তার মা তাকে ফোন দিয়ে জানান, রায়নার ছোটবেলার এক বান্ধবীকেই তার মা পাত্রী হিসেবে পছন্দ করেছেন। পরবর্তীতে জানতে পারেন, পেশায় ইঞ্জিনিয়ার ও ব্যাংকার প্রিয়াঙ্কাই সেই পাত্রী।

২০১৫ সালের এপ্রিলে বিয়ে হয় রায়না-প্রিয়াঙ্কার। বিয়ের পরও নেদারল্যান্ডসেই থাকতেন প্রিয়াঙ্কা। তবে এই দম্পতির একটি মেয়ে হওয়ার পর চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন তিনি।

ব্লগার ও সমাজকর্মী হিসেবেও প্রিয়াঙ্কার আলাদা একটি পরিচয় রয়েছে।
বর্তমানে প্রিয়াঙ্কা সামাজিক বিভিন্ন কাজকর্ম ছাড়াও নারীদের ক্ষমতায়ন ও বাবা-মা হারা শিশুদের নিয়ে কাজ করেন। গ্রাসিয়া রায়না ফাউন্ডেশন নামে কর্ণাটকে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে প্রিয়াঙ্কার। এ ছাড়া রেডিওতে আরজে হিসেবে একটি অনুষ্ঠানও করছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা একজন ব্লগারও। তার লেখার বিষয়, মা, সন্তান মাতৃত্ব, নারীদের ক্ষমতায়ন ও অনাথ শিশুদের মানসিক অষাদগ্রস্ততা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর