২০২৩ বিশ্বকাপেও খেলবেন তামিম ইকবাল!

২০০৭ সালে ভারতের বিপক্ষে দুর্দান্ত ফিফটি দিয়ে বিশ্বকাপে নিজের অভিষেক ঘটান তামিম৷ এরপর ধীরে ধীরে নিজের পারফর্ম্যান্সের উন্নতি করতে করতে গড়ে তোলেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানের ইংল্যাল্ড বিশ্বকাপটি হবে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।

এদিকে তামিমের স্বপ্নের শেষ এখানেই নয়। ৩০ বছর বয়সী তামিমের ইচ্ছায় রয়েছে ২০২৩ বিশ্বকাপও। গতকাল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর মিরপুরে এমনটা জানান তিনি। তাঁর মতে চারটি বিশ্বকাপ খেলার কথা কখনো চিন্তা করতে না পারলেও ফিটনেসের বিচারে হয়তো ২০২৩ বিশ্বকাপেও খেলবেন তিনি।

তিনি বলেন, ‘আমি কোনো দিন ভাবিনি চারটি বিশ্বকাপে খেলব। তবে এখন বলব, আমি ২০২৩ বিশ্বকাপেও খেলত চাই। অবশ্যই খেলতে চাই। আমি জানি বিষয়টা আমার ফিটনেস ও পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। তবে এটাই আমার ইচ্ছা। তখন আমার বয়স হবে ৩৪। আমি তো মনে করি ৩৪ খুবই ভালো বয়স খেলার জন্য।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর