সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করলেন-প্যানেল মেয়র

সিরাজগঞ্জের পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া (ভাষানী রোড) এলাকায় ২ গ্রাম হেরুইনসহ এক মাদক ব্যবসায়ীকে ধরে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশে সোপর্দ করছে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন। আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম কাইয়ুম মিয়া।

সে পৌর এলাকার সয়াগোবিন্দ গ্রামের মো. ফকার মিয়ার ছেলে। পৌর সভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন জানান,কাইয়ুম মিয়া সয়াধানগড়া উত্তর পাড়া ও সয়াগোবিন্দ এলাকায় মাদক বিক্রি করে। দুপুরে সয়াধানগড়া উত্তর পাড়া বনাজী শালসা এলাকায় ২ গ্রাম হেরুইনসহ তাকে পাওয়া গেলে আমরা ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে পুলিশে দেই।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দাউদ জানান, কাইয়ুম মিয়া একজন মাদক কারবারি। মাদক বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় দুপুরে এলাকাবাসীর সহায়তায় স্থানীয় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দিন তাকে ধরে ফেলে। খবর পেয়ে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো: রশিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় ২ গ্রাম হেরুইনাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর