ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে দুইবারের শিরোপাধারী ভারত। প্রত্যাশিতভাবেই দলের নেতৃত্বে আছেন বিরাট কোহলি। আর তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে দল ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি আলোচিত রিশাভ পান্ত। মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে আছেন দীনেশ কার্তিক।

ব্যাটসম্যানদের তালিকায় আছেন-রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, কেদার যাদব। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন- বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া। আর স্কোয়াডে দুই স্পিনার কুলদীপ যাদব, যুযবেন্দ্র চাহাল। পেসার আছেন তিনজন- ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি, শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশের

বিরাট কোহলির নেতৃত্বাধীন ফেভারিট হিসেবেই বিশ্বকাপে যাচ্ছে ভারত। তবে ইংল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনে উপমহাদেশের দলগুলো কতটা সুবিধা আদায় করে নিতে পারবে সেটাই এখন দেখার বিষয়।

২০১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, যুযবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর