নওগাঁ সড়কের মান উন্নয়ন ও প্রশস্থকরণ কাজের উদ্বোধন

নওগাঁর মান্দা-বাঘমারা ও আত্রাই উপজেলার সড়কের মানউন্নয়ন ও প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় মান্দার ফেরিঘাটে প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের ফলক উন্মোচন করেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মোহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, মান্দা উপজেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রথম দফায় মান্দা ফেরিঘাট হতে করোটিপাড়া পর্যন্ত প্রায় ৩৪ কোটি টাকা ব্যায়ে ১৩কিলোমিটার রাস্তার ১৮ফিট প্রশস্থকরন এ কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান আমিনুল হক প্রাইভেট লিমিটেড ও কামাল অ্যাসোসিয়েট। পরে কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর