বাস ভাড়া নেই, তাই পুলিশকে ফোন অতঃপর…

অনেকেই আছেন যারা ভীতির কারণে পুলিশের কাছে যেতে চান না। কিন্তু এক তরুণের বেলায় এর উল্টোটাই ঘটেছে। অতি সামান্য কারণেই সে ফোন দিয়েছে পুলিশে। এখানেই শেষ নয়, এর জেরে পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক করেছে ওই তরুণ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের সম্বল জেলার এই তরুণ পকেটে বাড়ি ফেরার মতো পয়সা নেই বলে সোজা পুলিশ ডেকেছেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক গাড়ি পুলিশকর্মীর সঙ্গে রীতিমত তর্ক জুড়েছেন ওই তরুণ। হতভম্ব পুলিশ অফিসার যখন তাকে জিজ্ঞেস করলেন, ‘আপনাকে বাড়ি নিয়ে যেতে হবে বলে আপনি ১০০ ডায়াল করলেন? আমরা পুলিশ না বাস সার্ভিস?’

এর উত্তরে ওই যুবক সোজা জানিয়ে দেন, ‘আমার কাছে বাসভাড়া নেই তো কী করব? এটা তো সরকারি গাড়ি।’ প্রথমে অবাক হয়ে গেলেও পুলিশ কর্মীরা অবশ্য পরে তার কথা মেনে নেন এবং গাড়িতে বসিয়ে বাড়িও পৌঁছে দিয়ে আসেন তাকে।

এ ঘটনায় টুইটারে ওই যুবকের সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন অনেকেই।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর