খেলার জন্য ফিট নন রুবেল

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ছয় ম্যাচ খেলেই সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছিলেন রুবেল হোসেন। সেই ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। এখনও বোলিংই শুরু করেননি তিনি। তাই আবাহনীর একাদশে দেখা যাচ্ছে না এই ডানহাতি পেসারকে। সুপার লিগের দুটি ম্যাচেও রুবেলকে পাবে না আবাহনী। রোববার বিসিবি একাডেমি মাঠে আবাহনীর অনুশীলন শেষে এই তথ্য জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

দলের সবার ইনজুরির অবস্থা জানতে চাইলে আবাহনীর কোচ বলেছেন, ‘সবাই মোটামুটি ফিট রুবেল বাদে। রুবেল এখনো বোলিং করেনি। আমরাও রুবেলকে কোনো রকম জোর দিচ্ছি না। এত বছর যখন খেলছে, সে নিজের প্রতি সৎ। ও যখনই রেডি হবে তখন খেলবে।’

বিশ্বকাপের কারণেই রুবেলকে চাপ দিচ্ছে না আবাহনী। সুজন বলেছেন, ‘সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা ক্লাব ক্রিকেট না, এটা দেশের ব্যাপার। গুরুত্ব বাংলাদেশের দিকেই যাবে। এখন যতটুক পারি বিশ্রাম দিয়ে, যদি সে বল করে ফিট মনে করে, ফিজিও যদি সবুজ সংকেত দেয় তাহলে সে খেলবে। তা না হলে পরের ম্যাচে খেলতে পারবে কিনা আমার সন্দেহ আছে।’

পূর্ণ ফিট না হলে রুবেলকে নামাবে না আবাহনী। সুজন বলেন, ‘যেহেতু ওর সাইড স্ট্রেইন, ফাস্ট বোলারের সাইড স্ট্রেইন খুবই গুরুত্বপূর্ণ। যখন বল করবেন তখন এই জায়গাটায় চাপ পড়বে বেশি। আমিও চাই না যে ও হালকা ফিট হয়ে খেলুক। যদি রিকভার করে ফুল ফিট হয়ে খেলতে চায়, তাহলে খুবই ভালো। যদি না হয় তাহলে আমরাও জোর করব না খেলার জন্য, আমি চাইবো না। আমি মনে করি রুবেল বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর