ইবিতে তিনদিন ব্যাপী বৈশাখী উৎসব।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপি বৈশাখী উৎসব শুরু হয়েছে।চলবে মঙ্গলবার পর্যন্ত। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ উৎসবের উদ্বোধন করেন।

এ উপলক্ষে ক্যাম্পাস অভ্যন্তরে মেলার আয়োজন করা হয়েছে।রয়েছে ৮০ টি স্টল।একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ সংলগ্ন আম্রকাননে চলছে বিভিন্ন অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান,পালাগান,সারিগান, লালন গীতি, বানরখেলা, লাঠিখেলা, ঘুড়ি উৎসবসহ নানারকম আয়োজন রয়েছে মেলায়।

এছাড়া বৈশাখ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ,স্বেচ্ছাসেবী সংগঠন নানান রঙে-ঢঙে সজ্জিত হয়ে স্ব-স্ব ব্যানারে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠানস্থল বাংলা মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অধ্যাপক ড.রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এছাড়া উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহা,সিন্ডিকেট সদস্য অধ্যাপক জাকারিয়া রহমান,সাবেক প্রক্টর ড. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিন দিনব্যাপি এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর