বর্ণিল আয়োজনে সিরাজগঞ্জে বর্ষবরণ

আলোকিত সূর্যের প্রত্যয় নিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ নাচ-গানের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বর্ষবরণ পালিত। রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।লোকে লোকারণ্য এ আনন্দ মিছিলের মাঝে মাঝেই আছে বিশাকার সব প্রতিকৃতি। লোক সংস্কৃতির মাটির টেপা পুতুলের অবয়ে তৈরী হয়েছে হাতি ও ঘোড়া এদের সবাইকে নেতৃত্ব দিচ্ছে বিশাল একটি সূর্য।

শোভাযাত্রায় সংসদ সদস্য অধ্যাপক ডা.হাবিবে মিল্লাত মুন্না,জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য,পৌর মেয়র আব্দুর রউফ মুক্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও দিনভর অরুনিমা সঙ্গীতালয়ের উদ্যোগে বাজারষ্টেশন বটতলায় গান পরিবেশন পরিবেশন করা হয়। এর আগে সকালে প্রভাতী সংঘ কালেক্টরেট ভবনের সামনের পান্তা-ইলিশ খাবারের আয়োজন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর