মানিকগঞ্জে দিনব্যাপি বর্ষবরনের বর্ণিল উৎসব

উৎসব মুখর পরিবেশে দিনব্যাপি নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে মানিকগঞ্জে বর্ষবরন উৎসব পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পান্তা-পুটির মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়।

এরপর মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ রফিক সড়ক ও গার্লস স্কুল সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

দিনব্যাপি চিরায়ত বাংলার গ্রামিন ঐতিহ্য ফুটিয়ে তুলে নান্দনিক ও বর্ণিল সাজে গায়ের বধু, ঘোড়ার গাড়ী ,পালকি, বায়োস্কপ, কৃষাণ-কৃষানীর প্রতিকি উপস্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের মধ্যে থাকছে ঘোড় দৌঁড়, সাপ খেলা, লাঠি খেলা ও প্রেসক্লাবের উদ্দ্যোগে ঘুড়ি উৎসব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর