পহেলা বৈশাখ উপলক্ষে যবিপ্রবিতে নানা আয়োজন

পহেলা বৈশাখ- ১৪২৬ কড়া নাড়ছে দরজায়। দেশের সব জায়গায় এখন বিরাজ করছে বৈশাখের আমেজ।
সারা দেশের মত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) চলছে পহেলা বৈশাখ
উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে পহেলা বৈশাখকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ হাতে
নিয়েছে যবিপ্রবি।

সরেজমিনে ঘুরে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যস্ত তাদের নিজ ক্যাম্পাসকে সাজাতে,
কেউ ব্যস্ত রং তুলি নিয়ে; কেউ বসেছেন ফুল, পশু, পাখির নকশা আঁকতে; কারও ব্যস্ততা প্ল্যাকার্ড
বানানো নিয়ে; আবার কেউ কেউ বানাচ্ছেন বাহারি রকমের বাঙালিয়ানা পিঠা, মুড়ি-মুড়কিসহ নানারকম
খাবার জিনিস।‘দেখা হবে, কথা হবে বাংলায়’- এই বোধ থেকেই প্রতি বছরের এই বৈশাখময় দিনটি শিক্ষার্থীরা মেতে থাকেন নানান উৎসবমুখরতায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, প্রতিটি সদস্য যেন অধীরে আগ্রহে প্রহর গুনে বলতে থাকেন, ‘এসো হে বৈশাখ, এসো এসো।’

ছাত্র পরামর্শ ও নির্দেশনা অধিদপ্তরের পরিচালক ড. মীর মোশারফ হোসেন বলেন ‘আমাদের
বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও সকল অরাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি
গ্রহণ করা হচ্ছে। এবারের নববর্ষ সুষ্ঠু ও নির্বিঘ্নে যেন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আমরা
কাজ করে যাচ্ছি।’ তিনি জানান সকাল ১০:৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে মঙ্গলযাত্রা উদ্বোধন করবেন
বিশ্ববিদ্যালের উপাচার্য ড. মোঃ আনোয়ার হোসেন। মঙ্গলযাত্রা স্বাধীনতা সড়ক দিয়ে যাত্রা শুরু
করে প্রধান ফটক হয়ে একাডেমিক ভবনের সামনে শেষ হবে। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় গ্যালারীতে
একটি মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর