রাষ্ট্র যখন বৈশাখ উদযাপনে মত্ত তখন কি করছেন নুসরাত-তনুর দুঃখিনি মায়েরা

ফাহিম বিজয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রনক খান শনিবার তার ফেসবুক পেজে লিখেছেন, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র -যখন বর্ণিল বৈশাখ উদযাপনে মত্ত, তখন কি করছে নুসরাত, তনু, আফসানার দুঃখিনী মায়েরা?

তিনি নুসরাত-তনুদের মায়ের উদ্দেশ্যে লেখেন, তোমাদের জীবনের বৈশাখী আনন্দ কেড়ে নিলো যারা, তাদের সঙ্গেই আজ আমরা বৈশাখের আনন্দে মত্ত হচ্ছি, তাদের কেউ কেউ হয়তো আছে আমাদের মঙ্গল শোভাযাত্রায়, তারাও আমাদের সাঙ্গে ফানুশ উড়াচ্ছে। নয়ত বৈশাখীর আনন্দ মিছিলে নারীর শ্লীলতাহানির চেষ্টা চলে কিভাবে?

তিনি আরো লেখেন, কেন এই আনন্দ আয়োজনে প্রতিবার আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে হয়, নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হয়েছে? এতোসবের পরেও আমরা আবারো যাই আনন্দ মিছিলে, আমাদের ইতিহাস ও আমাদের শেকড়ের সন্ধানে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর