ইবিতে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফেনীর সোনাগাজিতে যৌন নিপীড়নের শিকার এবং প্রতিবাদ করায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.মাহবুবর রহমান,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু,প্রোক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান,সহকারী প্রোক্টর ড.মোহাম্মাদ নাছির উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত সকলের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।তারা নুসরাত হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীদের নিরাপত্তায় সরকারকে নজর দেওয়ার জন্য গুরুত্বারোপ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর