ম্যাচ হেরেও ২ তারকার প্রশংসা করলেন শাহরুখ খান

গতকাল ইডেন গার্ডেনে কলকাতাকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি। এ হারের পেছনে চাইলে গাঙ্গুলীর দায় দেওয়া যায়। প্রতিপক্ষে ডাগআউটে বসে কলকাতার খুঁতগুলো যে বের করে আনার দায়িত্ব তাঁরই। কিন্তু ম্যাচ শেষে শাহরুখ খান বলেছেন, প্রতিপক্ষ দলে গাঙ্গুলী আছেন বলেই হারটা সহনীয়। টুইটারে বলিউড তারকা পোস্ট করেছেন, ‘শুভমান গিল ও আন্দ্রে রাসেল আবারও দারুণ খেলেছে।

হারতে মানা নেই, কিন্তু আজ আমাদের চেষ্টার অভাব ছিল, বিশেষ করে বোলিংয়ে। এটাই দুঃখজনক। এ ম্যাচের একমাত্র ইতিবাচক দিক হলো আমাদের দাদা সৌরভ গাঙ্গুলী ইডেনে আজ জয়ী দলের পক্ষে ছিল। অভিনন্দন দিল্লি ক্যাপিটালস।

শাহরুখের টুইটে বোলারদের নিয়ে আক্ষেপের কারণ আছে। গতকালও ঝড় উঠেছিল রাসেলের ব্যাটে। এই ওয়েস্ট ইন্ডিয়ানের ২১ বলে ৪৫ রানের পাশে শুভমান গিলও ৩৯ বলে ৬৫ রান করেছিলেন। এতেই ১৭১ রানের বড় এক সংগ্রহ পেয়েছিল কলকাতা। কিন্তু শিখর ধাওয়ান একাই ম্যাচটা শেষ করে দিয়েছেন। ৬৩ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন ধাওয়ান।

৭ বল বাকি রেখে ৭ উইকেটের জয় পেয়েছে দিল্লি। কলকাতার বোলারদের মধ্যে শুধু নিতীশ রানা ও কুলদীপ যাদব ৬ ওভারে ৪০ রান দিয়েছিলেন। বাদবাকি বোলাররা অধিনায়ককে হতাশ করেছেন। লকি ফার্গুসন, পীযূষ চাওলা ও কার্লোস ব্রাফেট ওভারপ্রতি ১২.৩৩, ১২.৩৫ ও ১৩ রান দিয়েছেন!

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর