আজকের শেয়ারবাজার (১৮.০৩.২০১৯ ইং)

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৫ টি কো¤পানির ৮ কোটি ৮২ লক্ষ ২৬ হাজার ১৮৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭৬ কোটি ৬৭ লক্ষ ৯৯ হাজার ২৩৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (উঝঊঢ) আগের কার্যদিবসের চেয়ে ৫০.৯১ পয়েন্ট কমে ৫৬০৪.৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৭৬ পয়েন্ট কমে ২০১৭.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (উঝঊঝ) ৯.৮২ পয়েন্ট কমে ১২৮৩.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৪২ টির, কমেছে ২৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ব্র্যাক ব্যাংক লিঃ, বৃটিশ আমেরিকান টোব্যাকো, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিকস, মেরিকো ইন্ডাঃ, বাটা সুজ, ও লিগেসী ফুটওয়্যার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- মেরিকো ইন্ডাঃ, রেকিট বেঙ্কাইজার, ইস্টার্ন লুব্রিকেন্টস, গ্লোবাল হেভী কোং, বৃটিশ আমেরিকান টোব্যাকো, রিলায়েন্স ইন্সুঃ, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., রেনউইক যজ্ঞেশ্বর, ব্যাংক এশিয়া ও রূপালি লাইফ ইন্সুঃ।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইউনাইটেড ইন্সুঃ, লিগেসী ফুটওয়্যার, অগ্রনী ইন্সুঃ, তাক্কাফুল ইন্সুঃ, বিডি অটোকারস, মুন্নু সিরামিকস, আইসিবি সোনালি ফার্স্ট মি. ফা., এসএস স্টিল, বিআইএফসি ও নরদার্ন ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৪১৭৯৫৬৫৫০০৩১১.২৫

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর