আ.লীগ প্রার্থীসহ ৫ জনের ভোট বর্জন

খাগড়াছড়ির দীঘিনালায় তিন প্রার্থীর ভোট বর্জনের পর মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্যজাই মারমাসহ পাঁচ প্রার্থী ভোট বর্জন করেছেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিমল কান্তি চাকমার বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে একই দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাকলী খীসা ও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা একেএম হুমায়ুন কবীর এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ভুমিকা ত্রিপুরা ও শেফালী আক্তারও ভোট বর্জন করেন।

সোমবার দুপুরের দিকে নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে এ পাঁচ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির আট উপজেলায় ১৭৫ কেন্দ্রের ৯৯০টি ভোট কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। খাগড়াছড়িরর আট উপজেলা ভোটার ৪ লাখ ১২ হাজার ৮৫৪ জন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর