দুই সপ্তাহের বেশি সময় লাগবে মুস্তাফিজের

চার বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। দেশের ক্রিকেটের জন্য এটা নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু ভালো খবরটা বেশিক্ষণ আর রইলো না। চোটে পড়ে ছিটকে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগ থেকে।

এর মানে ডিপিএলে আর আর খেলা হচ্ছে না কাটার মাস্টারের।শাইনপুকুরের হয়ে মাঠে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন। প্রথম ম্যাচেই পেয়েছিলেন ৩ উইকেট। যা বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি বলেও মনে করছেন ক্রিকেটাররা।

প্রস্তুতি নিচ্ছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য। কিন্তু গত ১১ এপ্রিল শাইন পুকুর ক্রিকেট ক্লাবের অনুশীলনের সময় ব্যথা পান বাঁ পায়ের গোড়ালিতে। ওইদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে দেখিয়ে এক্সরে করানো হয়। ওই রিপোর্টেও কোনও খারাপ কিছু ধরা না পড়লেও হালকা চোট আছে। তাই দুই সপ্তাহের জন্য বিশ্রাম দেয়া হয়েছে।

তবে ঘটনা উল্টো। দুই সপ্তাহ নয়, মুস্তাফিজের পুরোপুরি সুস্থ হতে সময় লাগতে পারে এক মাসের মতো। আগামীকাল শনিবার ডাক্তার দেখাতে যাবার কথা রয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর