নদীকে আর ভাঙ্গতে দেয়া হবেনা – লক্ষ্মীপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পাদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকারের সময় টাকার কোন সংকট নাই। নদী ভাঙ্গন রোধে যা যা করনীয় তাই করা হবে।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের মাতব্বর হাট পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী ভাঙ্গন কবলিত মানুষদের আশ্বস্থ করে বলেন, আপনাদের নদী আর ভাঙতে দেয়া হবেনা, অচিরেই নদী ভাঙন রোধে কাজ শুরু হবে। এখন থেকে নির্ভয়ে নদীর পাড় এলকায় আপনাদের দালান কোটা বাড়ী ঘর নির্মাণ করতে পরবেন।

উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পথসমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মেজর অবঃ আব্দুল মান্নান, প্রাক্তন সংসদ সদস্য আব্দুল্যাহ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান। এর আগে হেলিকপ্টারযোগে এসে কমলনগরের ধসে যাওয়া বাঁধ ও ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পাদের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ হ স ম মাহতাব উদ্দিন, পানি সম্পদ উন্নয়ন বোর্ডের চীপ প্রকৌশলী জহিরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, রামগতি উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, রামগতি পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর