জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।]

গতকাল শুক্রবার সফর সঙ্গীদের নিয়ে তিনি সকাল ১১ টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন। পরে একটি বিচিত্রা বকুল গাছের চারা রোপন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

এসময় তার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সেনাবাহিনির ৯ পদাতিক ডি​​ভিশনের জিওসি মেজর জেনারেল মো. আকবর হোসেন, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সফর সঙ্গীদের নিয়ে চারদিনের সফরে রয়েল ভুটান এয়ারলাইনসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন
ডা. লোটে শেরিং।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর