‘ভোট না দিলে ভোটারদের অভিশাপ দেব’

ভারতে লোকসভা ভোটের পরিমণ্ডলে ফের বিতর্ক উস্কে দিলেন বিতর্কিত বিজেপি নেতা সাক্ষী মহারাজ। তিনি বলেছেন, এবারের নির্বাচনে তাকে ভোট না দিলে তিনি ভোটারদের অভিশাপ দেবেন।

সাক্ষী মহারাজ বলেন, ‘আমি সন্যাসীদের দরজায় দরজায় ঘুরে ভোট চাইছি। আমায় ভোট না দিলে আমি অভিশাপ দেবো এবং সেই অভিশাপের মাধ্যমে ভোটারদের সমস্ত সুখ কেড়ে নেবো।’

হিন্দু ধর্মগ্রন্থ পুরাণের কথা বলে তিনি ভোটারদের অভিশাপ দেওয়ার কথা বলছেন বলে অভিযোগ উঠেছে।

উন্নাও কেন্দ্র থেকে জয়ী বিজেপির সাংসদ এই সাক্ষী মহারাজ এর আগেও অনেক বিতর্কে জড়িয়েছেন। তবে এবারে আগের সমস্ত বিতর্ককে ছাপিয়ে গিয়েছেন তিনি।

ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, সাক্ষী মহারাজ নিজে সাধু হওয়ায় শাপ শাপান্তের ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি।

অভিযোগ, সাক্ষী বলে বেড়াচ্ছেন, তাকে ভোট না দিলে তিনি ভোটারদের অভিশাপ দেবেন এবং সেই অভিশাপের ফলে ভোটারদের জীবনে খারাপ প্রভাব পড়বে। যদিও সাক্ষী মহারাজের এই কথা নিয়ে তার দল বিজেপি এখনও মুখ খোলেনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর