দেড় কোটি টাকার স্বর্ণ ও৮০টি কচ্ছপসহ বাবা-ছেলে আটক

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি ৪৯লাখ ৮৭হাজার টাকা মূল্যের দুই কেজি ৯৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণবার ও বিরল প্রজাতির ৮০টি কচ্ছপ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় আটক করা হয়েছে বাবা ও ছেলেকে। তারা হলেন- এম এ খালেক ও তার ছেলে তাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আটক করা হয়।শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, শুল্ক গোয়েন্দা ও ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে।

আটক যাত্রী খালেক বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ব্যাংকক থেকে ছেড়ে আসা টিজি-৩২১ নম্বর ফ্লাইটে ঢাকায় আসেন। ওই ফ্লাইটে স্বর্ণ চোরালানের তথ্য থাকায় শুল্ক গোয়েন্দা ও প্রিভেন্টিভের সদস্যরা ফ্লাইটে আগত যাত্রীদের নজরে রাখে এবং বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। গ্রিন চ্যানেল অতিক্রম করে দুই নম্বর গেটে ছেলে তাজুল ইসলামের কাছে কালো স্কচটেপে মোড়ানো বস্তু হস্তান্তরের সময় তাদের দুইজনকে আটক করা হয়।

পরে ব্যাগেজ কাউন্টারে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ মোড়ানো বস্তুটি খুলে স্বর্ণবার গুলো উদ্ধার করা হয়। এছাড়া যাত্রীর ব্যাগেজ খুলে আমদানী শর্তযুক্ত এ্যাকুইরিয়াম কচ্ছপগুলো উদ্ধার করা হয়। জব্দ স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। আটকদেও বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর