দুবাইয়ে স্বেচ্ছায় নির্বাসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
৭৫ বছর বয়সী এ পাক রাজনীতিক দুরারোগ্যে আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর দ্য ডনের।
বেশ কিছু দিন ধরেই তার শরীরটা ভালো যাচ্ছিল না। গত শনিবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। এর আগে গত বছরের অক্টোবরে তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়েছেন।