অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যুতে তারকাদের শোক

যৌন নিপীড়নের প্রতিবাদ করার কারণে ফেনীর সোনাগাজী ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহানকে কেরোসিন তেল ঢেলে পুড়ানো হয়। বুধবার (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে সে মারা যায়।

রাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। এছাড়াও দেশের বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ ও সেলিব্রেটিরাও সামাজিক মাধ্যমে শোকের স্লোগান দেন।

মারা যাওয়ার পরেই অভিনেত্রী ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওন তার ফেসবুকে লিখেন, ‘ ‘একটা কন্যা সন্তানের খুব শখ ছিল। গোলগাল মায়া মায়া মুখ। ডাগর ডাগর চোখ। মাথা ভর্তি কোঁকড়ানো চুল। চেহারায় নকল এক গাম্ভীর্য! আমার লীলাবতী মা’টা। পৃথিবীতে আসার আগেই চলে গেছে ভালোই হয়েছে। এ দেশটা মানুষরূপী হায়েনায় ভরা। নুসরাত মরেই গেল হার মানেনি নুসরাত।’

জনপ্রিয় নারীনাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘আমার মেয়েকে ওই এলাকায় গোসল দিবা না!

জনপ্রিয় তারিন জাহান তার ফেসবুকে লিখেছেন, ‘ফেনীতে আগুনে জ্বলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই ঘটনার সাথে প্রত্যক্ষপরোক্ষভাবে জড়িত মানুষরূপী সকল পিশাচকে দ্রুত গ্রেফতার করে ট্রাইবুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবী জানাচ্ছি।’

অভিনেত্রী জাকিয়া বারী মম তার ফেসবুকে লিখেছেন, ‘নুসরাত আশ্চর্য আমরা। যেদিন আমার ছেলে-মেয়ে নুসরাত হবো সেদিন বুঝবে…. কত ধানে কত চাল…।’

অভিনেত্রী শার্লিন ফারজানা তার ফেসবুকে লিখেছেন, ‘বেশির ভাগ সময় ভুলে থাকি, কিন্তু পৃথিবী আসলেই কঠিন! কি ভয়াবহ অসহায়ত্বের ভেতর দিয়ে একটি পরিবার যেতে পারে!’

লেখিকা ও সাংবাদিক মারিয়া সালাম তার ফেসবুকে লিখেছেন, ‘কিছুটা কাজের চাপ আর কিছুটা শারীরিকভাবে অবসাদ বোধ করায় ভেবেছিলাম, একটু বিরতি নিব ফেসবুক থেকে। আজ নুসরাতের মৃত্যু সংবাদ শুনে মনটা বিষিয়ে উঠল।

আমি প্রায় বলি, বাংলাদেশে মনে মনে সবাই জামাত। মেয়েটা মারা গেল, দেখবেন তার খুনিরা কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। দেশে এখন নতুন বোতলে পুরাতন মদ বিক্রির প্রক্রিয়া চলমান।’

কণ্ঠশিল্পী সাবরিনা সাবা তার ফেসবুকে লিখেছেন, ‘নিউজটা পড়েই মনে দাগ কেটে উঠলো, অনেক আগেও এগুলো নিয়ে বলেছি, অনেক লিখেছি কোন লাভ হয়েছে কি? তনুহত্যার সময় ও মানববন্ধন করেছি। কি লাভ? যখন ঘরের শত্রু বিভীষণ!

প্রধানমন্ত্রী নিজে তার খরচ বহন করতে চেয়েছেন। তিনি নিজে মেয়েটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আপনারা সবাই নুসরাত রাফির মৃত্যুতে ক্ষমা চাচ্ছেন? আর কেনই বা চাচ্ছেন? আপনাদের কি ধর্ষককে ফাঁসি দেওয়ার ক্ষমতা নেই? শুধু মাফ চেয়ে সব ভুলে যেতে চান?? ধর্ষকের ধর্ষণ দন্ডটা কেটে লক্ষ জনতার মাঝে আগুনে পোড়ালে এতইইইইই লজ্জা পাবেন আপনি??
আর কত ধর্ষণ হলে, লজ্জা কাটবে আপনার? লোক-লজ্জার ভয়ে, ন্যায় বিচারের অভাবে আর কত ধর্ষিতা জীবন হারালে আপনার লজ্জা ভাঙ্গবে???

কি, যে দিন আপনার নিজের আদরের ছোট্ট বোনটি ধর্ষণ হবে, জীবন হারাবে সে দিনের অপেক্ষায় আছেন? এবার দোষ দিন, পোশাকের, ধর্মের, মেয়েটার চরিত্রে উপর লাগিয়ে দিন দাগ যা আছে! শান্তি হোক আপনার পিপীলিকার মতন কলিজার! আহারে, বোনটা। আহারে যৌনক্ষুধার জীবন!’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তার ফেসবুকে লিখেছেন, ‘শুধুমাত্র আজকে সব স্ট্যাটাস নুসরাতকে নিয়ে, তারপর আবার আমরা ভুলে যাব সব। আবারও কোন মেয়েকে কেউ জ্বালিয়ে দিবে, কেউ রাস্তায় বুকে চাপ দিবে, রেপ করবে, মেরে ফেলবে। এসব শয়তানের বাচ্চাদের রাস্তায় সবার সামনে ফাঁসিতে ঝুলানো উচিত।’

তরুণ নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ তার ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ তোমাকে জান্নাতে শান্তি দিক বোন।’

কণ্ঠশিল্পী সিঁথি সাহা তার ফেসবুকে লিখেছেন, ‘আরেকটি নুসরাত বিচার চাই।’

মডেল-অভিনেত্রী জান্নাতুল নাঈম এভ্রিল তার ফেসবুকে লিখেছেন, ‘প্রকাশ্য দিনে এমন কাজ করার পরেও সেই মাদ্রাসা হুজুরের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস করতে পারেনি। এবং সেই হয়রানিকারী হুজুরের মুক্তির দাবীতে আই রিপিট যৌন হয়রানিকারী সেই হুজুরের মুক্তির দাবীতে মিছিল হয়েছে। সে মিছিলের সামনে কয়েকটা মেয়ে এবং আশেপাশে আরও কয়েকটা ছেলে। মোটমাট কয়েকশো মানুষ। এই দেশে যৌন হয়রানিকারীর মুক্তির দাবীতে মিছিল হয়।

সাইমন সাদিক তার ফেসবুকে লিখেছেন, ‘নুসরাত’সহ সব ধর্ষকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি আদায় করতে আমরা কী আরও একবার গণজাগরণ তৈরি করতে পারি না? মনে রাখবেন, দাবী আদায়ের আন্দোলন রাস্তায় হয়, ফেসবুকে নয়। আসুন না প্লিজ, প্রিয় স্বদেশকে ধর্ষকমুক্ত করতে, প্রিয় বোনদের সম্ভ্রমের নিরাপত্তা দিতে আরও একবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলি। অনিশ্চিত মৃত্যুর বিভীষিকা আর সহ্য হচ্ছে না।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর