বগুড়ার শেরপুরের মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন মাষ্টার আর নেই

বগুড়ার শেরপুর শহরের হাসপাতাল রোড এলাকার মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার দুপুরে ঢাকার ইব্রাহিম
কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্নাল্লিলাহে..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি ২ স্ত্রী ৫ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। সে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের জন্ম গ্রহন করেন। দীর্ঘদিন তিনি উপজেলার কুসুম্বি ইউনিয়নের লক্ষীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ছিলেন। শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওবায়দুর রহমান জানান, তার লাশ শেরপুরে আনার পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর