বসকে অপহরণ করে বেতন আদায়

সাত মাস ধরে বেতন দিচ্ছিল না বেঙ্গালুরুর একটি বেসরকারি বেঙ্গালুরুর। এর জের ধরে সাত কর্মচারী বসকে অপহরণ করে নির্যাতন চালায়, আদায় করে নেয় বকেয়া বেতন। এমন অভিযোগ উঠেছে সম্প্রতি।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানা যায়, ২৩ বছর বয়সী সুজয় এস কে একটি টেক ফার্মের মালিক। আর্থিক সমস্যার কারণে মার্চে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। মালিক পরিশোধ করেননি সাত মাসের বেতন।

এই নিয়ে বিক্ষুব্ধ সাত কর্মচারী সুজয়কে অপহরণ করে। পাওনা আদায় না করা পর্যন্ত তার ওপর নির্যাতন চালায়।

সংবাদমাধ্যম জানায়, সুজয়কে অপহরণ করা হয় ২১ মার্চ। তাকে রাখা হয় এক অপহরণকারীর বন্ধুর বাড়িতে।

এ নিয়ে সুজয় অভিযোগ করেছেন স্থানীয় হালাসুরু পুলিশ স্টেশনে। এরপর পুলিশ চারজনকে আটক করেছে। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর