নড়াইলের লোহাগড়া উপজেলায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম (৫০) কে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছে। আহত ফকির মিরাজুল ইসলাম কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য এবং এড়েন্দা বাজার বণিক সমিতির সভাপতি। অপর আহত দুজন হলেন, তার ভাই ইমরান ফকির এবং একই গ্রামের বাবুল শরিফ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাজী গ্রুপ ও ফকির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল তার জের ধরে মঙ্গলবার দুপুরে সারুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে । এতে ফকির বংশের ফকির মিরাজুল ইসলামের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। ও তার ভাই ইমরান ফকির, একই গ্রামের বাবুল শরিফ গুরুতর আহত ও জখম হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা অবনতি থাকায় তাদেরকে ঢাকা পাটানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বার্তা বাজারকে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসএইচ