দিনাজপুরের হিলি বন্দর থেকে ৮৩ বোতল ফেন্সিডিলসহ এক বোতল বিদেশী মদ রয়েল জব্দ করেছে কাস্টমস কতৃপক্ষ। জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

গতকাল (৪ জুলাই) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে হিলি পানামা পোর্ট লিংকের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করে কাস্টমস কতৃপক্ষ। তবে কাউকে আটক করতে পারেনি গোয়েন্দারা।

গোয়েন্দারা জানান, বন্দরের ভিতরে পশ্চিম পাশে সীমানা প্রাচীর ঘেঁষে এসব মাদকদ্রব্য রাখা ছিলো। জব্দ করা এসব মাদকদ্রব্য কাস্টমস হেফাজতে রাখা আছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, যেহেতু পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে, জব্দকৃত মাদক আমাদের গোডাউনে জমা থাকবে। কাস্টমস আইন অনুযায়ী মাদক গুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/রাহা