কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেমকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৫ জুন) তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিনের আদালতে হাজির করে চান্দিনা থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে শনিবার রাতে পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলা সদর থেকে তাকে আটক করে দেবীদ্বার থানা পুলিশ।

পুলিশ ও মামলার প্রাথমিক তথ্য থেকে জানা যায়, ২০২২ সালের ২৬ জুলাই আওয়ামী লীগ নেতা আবুল হাশেম এবং একই ইউনিয়নের কিছমত শ্রীমন্তপুর গ্রামের রমজান আলীকে আসামি করে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন এলাকার এক নারী বাদী হয়ে মামলাটি করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১ আগস্ট চান্দিনা থানায় মামলাটি এফআইআর-ভুক্ত হয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, আবুল হাশেমকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। তদন্তের পর তিনি অপরাধী কিনা সেটি বোঝা যাবে।

বার্তাবাজার/রাহা