ঢাকা এসে পৌঁছেছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার। আজ (২৫ জুন) বাংলাদেশে আসবেন বলে ঢাকার পত্রিকাগুলোতে খবর ছাপা হলেও মূলত তিনি শনিবারই (২৪ জুন) ঢাকা আসেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শনিবার জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান নিজেই বিষয়টি নিশ্চিত করে লিখেছেন,“জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের ১ম প্রস্তুতিমূলক বৈঠকের জন্য এইমাত্র বাংলাদেশে এসেছি। শান্তিরক্ষায় কিভাবে নারীদের সংখ্যা বাড়ানো যায় এবং আমাদের মিশনগুলোতে কি করে সমস্ত দায়িত্ব তারা পালন করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এর জন্য সদস্য রাষ্ট্রগুলো এবং অংশীদাররা সহ সকলের প্রতিশ্রুতি প্রয়োজন।”

বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার সহ অন্যরা বিমানবন্দরে জাঁ পিয়ের লাক্রোয়ারকে স্বাগত জানান বলে সূত্রে জানা গেছে।

ওদিকে, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান বাংলাদেশ সফর করছেন। শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রথম দুইদিনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন বলে জানানো হয়।