বেশ কিছুদিন আগেই বিয়ে পিড়িতে বসেন ভারতীয় সেলিব্রেটিদের অন্যতম সেরা ঝুটি বিরাট কোহলি এবং আনুশকা। আর এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন রনবীর দীপিকা। এমন্টাই জানালেন দীপিকা নিজেই। সম্প্রতি ভারতীয় গনমাধ্যম ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের বিয়ের ব্যাপারে মুখ খুলেন তিনি।
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, 'বিয়ে করে সংসার করার স্বপ্ন তার খুব ছোটবেলা থেকেই। পনের বছর যাবত কারো ঘরনী হওয়ার স্বপ্ন দেখছেন
বলে জানান তিনি। সাক্ষাৎকারে দীপিকা আরো বলেন, বিয়ে নিয়ে খুব বেশি দেরি করতে চান না তিনি। '
দীপিকা আরো বলেন ,' রণবীর একদিকে যেমন ম্যানলি, অন্যদিকে তার মধ্যে প্রচুর তারুণ্য এবং রোমান্টিক উপাদানের উপস্থিতি রয়েছে। দীপিকার কথায় বিয়ের দিনক্ষণ না জানতে পারলেও, প্রেমের এ সম্পর্ক যে ঐদিকেই হাঁটছে তা আর বুঝতে বাকি নেই কারো। আর তিনি তার এই কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে তার এবং রনবীরের মধ্যে প্রেমের সম্পর্ক এখনো আছে। আর রনবীরকেই বিয়ে করতে চান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০