কুমিল্লায় ইতিবাচক রাজনীতির উৎসবে যোগ দিন এ শ্লোগানকে সামনে রেখে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) শহরের কান্দিরপারে গোল্ডেন স্পুন চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় সফলভাবে ৮ টি কোর্স সম্পন্ন করা সাংবাদিক শরিফুল আলম চৌধুরী ও সৈয়দ রাজিব আহম্মেদসহ ১৩ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এ মেলায় গণতন্ত্র, রাজনীতি, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব, অ্যাডভোকোসিসহ ৮ টি বিষয়ে ফ্রি কোর্স করানো হয়।

এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং ক্লাবের সাথে “মেধাবী তরুনরা রাজনীতি বিমূখ-এর কারণ রাজনীতিবিদগণ নয়, নাগরিকদের সচেতনতার অভাবই দায়ী” বিষয়ে পক্ষ-বিপক্ষ বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর বিএনপির আহবায়ক উৎপাতুল বারী আবু, দক্ষিন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির, দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান দোলন, দক্ষিন জেলা মহিলা পার্টির জোসনা আক্তার, মহানগর যুব মহিলালীগের সভাপতি তাহমিনা আক্তার, দক্ষিন জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক কোহিনুর বেগম, দক্ষিন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নী ও মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ রাজিব আহমেদ প্রমূখ।

বার্তাবাজার/রাআ