বগুড়ার শেরপুরে গভীর রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে গিয়ে পুলিশ ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

এ ঘটনায় (১৮ জুন) রবিবার রাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।

এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপির অন্তত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বাবলু বলেন, ১৯ জুন সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ‘তারুণ্যের সমাবেশ’ করবে জেলা বিএনপি। এ সমাবেশকে ঘিরে গত শনিবার দিবাগত গভীর রাতে শেরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলুসহ দলের সহযোগী সংগঠনের অনেক নেতার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।

এ সময় তাঁদের সোমবারের সমাবেশে না যাওয়ায় এবং এ নিয়ে কোনো মিছিল না করার জন্য ভয়ভীতি দেখানো হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা ওরফে মামুন, উপজেলা যুবদলের সদস্য সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির আহ্বায়ক কাউসার কলিন্স, শেরপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহিনসহ বেশ কয়েকজন নেতার বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। এ সকল নেতার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানাও নেই।

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, তাঁদের অভিযোগ ভিত্তিহীন। এ ধরনের কোন অভিযান পরিচালনা করা হয়নি।

বার্তাবাজার/রাআ