গত ৪ই নভেম্বর পর্দা উঠে বিপিএল পঞ্চম আসরের এবং গত ১২ই ডিসেম্বর পর্দা নামে বিপিএলের। এ আসরে মোট অংশগ্রহণ করে মোট সাতটি দল। আর এই সাতটি দলকে টপকে প্রথমবারের মত শিরোপার স্বাদ পায় মাশরাফির নেতৃত্বে নামা রংপুর রাইডার্স।
ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন শক্তিশালী ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে বিপিএল পঞ্চম আসরের চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। তবে বিপিএল আয়োজনের উদ্দেশ্য পূরণ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিপিএল আয়োজনের উদ্দেশ্যই হল সেখান
থেকে তরুণদের খুঁজে বের করে জাতীয় দলে সুযোগ করে দেওয়া।
আর এ দিক থেকে বিবেচনা করলে বলা যায়, বেশ কয়েকজন তরুণ নজর কেড়েছে বিসিবির। তারা তাদের পারফরম্যান্সে নিজেদের ভালোভাবে চিনিয়েছেন। তারা হলেন- মেহেদী হাসান, আরিফুল হক, আবু জায়েদ, নাজমুল হক শান্ত, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন। বল-ব্যাটে দারুণ লড়াই করেছে তরুণরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০