পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূল্য আয় অনুপাত (পিই) ৫০ পর্যন্ত হলেও মার্জিন ঋণ পাবেন বিনিয়োগকারীরা। তবে শর্ত হচ্ছে কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা কিংবা তার বেশি হতে হবে। পাশাপাশি সর্বশেষ তিন বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকতে হবে।

বর্তমানে নিয়ম হচ্ছে-৪০ পিইর বেশি থাকা কোনো কোম্পানিকে মার্জিন ঋণ দেওয়া হয় না।

মঙ্গলবার (১৮ এপ্রিল) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত জারি করা নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়, বিএসইসির ডিরেক্টিভ নং- BSEC/CMRRCD/২০০৯-১৯৩/৫৭- যেখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এখন থেকে ‘কমিশন’ হিসাবে উল্লেখ করা হয়েছে) এটি উপযুক্ত বলে মনে করে যে, বিনিয়োগকারীদের স্বার্থে এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নের জন্য, কিছু নির্দেশনা স্টক এক্সচেঞ্জে জারি করা হবে।

তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (অর্ডিন্যান্স নং XVII অব ১৯৬৯) এর ধারা ২০এ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, কমিশন এতদ্বারা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিকে এ বিষয়ে নির্দেশনা দেয়।