টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেউলাবাড়ী ইউনিয়নের দয়কান্দি ঋষি বাড়ি থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলো, জীবন চন্দ্র ঋষির মেয়ে নয়ন মনি ঋষি, জীবন চন্দ্র ঋষির স্ত্রী হিমানী রানী। এসময় জীবন চন্দ্র ঋষি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। অপরদিকে রসুলপুর ইউনিয়ন সাপ্টারবাইদ এলাকা থেকে খসরু মিয়া (৩৮) নামে গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক আসামিদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, টাঙ্গাইলের ঘাটাইল দয়কান্দি ঋষি বাড়িতে দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ তৈরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মদ তৈরি কারখানা ঘেরাও করে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় বাড়ি থেকে ৪০ লিটার মদ উদ্ধার করে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, আমরা ঘাটাইলকে মাদকমুক্ত, জুয়ামুক্ত, সন্ত্রাসমুক্ত রাখতে সর্বদাই এ অভিযান অব্যাহত রাখবো। আটক আসাতিমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বার্তাবাজার/রাআ