পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, সুশিক্ষিত জাতি গঠনে একজন শিক্ষিত মা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন,‘নারী শিক্ষার উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকার বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। কারণ একটা সুশিক্ষিত সমাজ, জাতি বা রাষ্ট্র গঠনে একজন শিক্ষিত মা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।

শনিবার দুপুরে চর বলরামপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি কফিল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও বিদ্যুৎসাহী সদস্য মাহবুবুল আলম সুবহানের পরিচালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার আব্দুর জাহিদ রানা, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রকিব, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসাদুল্লাহ, গভর্নিং বডির সদস্য নাদির প্রামানিক, দোগাছি ১, ২, ৩ এর সভাপতি আব্দুল হালিম বাবলু, মাসুদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।

বার্তাবাজার/এম আই