সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুত গতির ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার আজম জিম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে কালিগঞ্জ-তালতলা সড়কের জিরণগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং বন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে মায়ের সাথে মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে শাহরিয়ার আজম জিম। রবিবার সকালে নানা শেখ আবু বক্করের সাথে বাই-সাইকেলে জিরণগাছা চৌমুহনী মোড়ে একটি দোকানে যাওয়ার সময় বালু ভর্তি ডাম্পার একই দিকে যাওয়ার সময় নানার বাই-সাইকেলে ধাক্কা দেয়।

এ সময় সাইকেলের পিছনে বসে থাকা জিম রাস্তায় পড়ে গেলে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। দুর্ঘটনায় আহত হন নানা শেখ আবু বক্কর (৫২)। ঘটনার পরপরই অবৈধ ডাম্পারের চালক পালিয়ে গেলেও চালকের সহকারীকে আটক করে স্থানীয়রা। উত্তেজিত জনতা বালু ভর্তি ডাম্পারে আগুন দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও আটক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমআই