ফরিদপুরের আলফাডাঙ্গায় মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম সুপারভিশন ও মনিটরিংয়ের লক্ষে পরিদর্শন করেছেন কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. বিথী মজুমদার।

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ও টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ডা. বিথী মজুমদার কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপ, সামাজিক মানচিত্র, স্বাস্থ্য সেবাদানকারীদের তথ্য, কমিউনিটি ক্লিনিকের ঔষধ, বাৎসরিক স্বাস্থ্য সেবা, প্রাথমিক সকল রোগের চিকিৎসাসহ ক্লিনিকের সকল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় সাধারণ রোগী, গর্ভবতী ও নবজাতক খাতাসহ কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন রুম পরিদর্শন করেন। এছাড়াও ক্লিনিকের স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নতুন ধরনের বিভিন্ন কার্যক্রমের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল টেকনোলজিস দ্বিলীপ কুমার বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক নাজমা খানম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আমেনা বেগম, শেখ মোহাম্মদ সোহেল ও স্বাস্থ্য সহকারী হোসনে আরা প্রমুখ।

এ বিষয়ে ডা. বিথী মজুমদার বার্তা বাজার’কে বলেন, জনগণের দৌঁড়গোড়ায় স্বাস্থ্য সেবার মান পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। গরীব অসহায় মানুষ চিকিৎসা সেবা পায়; সে লক্ষে গ্রামীণ জনপদে স্বাস্থ্য সেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিক কাজ করে যাচ্ছে। তাই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সর্ব মহলে প্রশংসনীয়। এইসেবা পর্যায়ক্রমে আরও বেগবান হবে।

বার্তাবাজার/এম আই