জুবায়ের আহমেদ, ক্রিকবল নিউজ: ৫ ম্যাচ অ্যাসেজ সিরিজে ৪-০তে পরাজিত সফরকারী ইংল্যান্ড, ব্যর্থতার হতাশা শেষ হতে না হতেই আজ থেকে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ, মেলবোর্নে সিরিজের ১ম ম্যাচে টসে হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ওপেনার অ্যারন ফিঞ্চের ১১৯ বলে ১০৭ রানের সুবাদে ৩৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ অজিদের। ফিঞ্চের ওয়ানডে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরী এটি।
দলীয় ১০ রানের মাথায় ২ রান করে আউট হন ওয়ার্নার, অধিনায়ক স্মিথও ফেরেন মাত্র ২৩ রান করে, স্মিথের সাথে
সাথে ট্রেভিস হেড ৫ রান করে আউট হলে মাত্র ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে অজিরা। ৪র্থ উইকেট জুটিতে ফিঞ্চ ও মিশেল মার্শ মিলে ১১৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে এসেছেন। ১১১ বলে সেঞ্চুরী পূর্ণের পর ৪র্থ ব্যাটসম্যান হিসেবে ১১৯ বলে ১০৭ রানে আউট হন ফিঞ্চ, ৪৭ রান নিয়ে ব্যাট করছেন মিশেল মার্শ। মঈন আলী, উড, প্লাঙ্কেট ও আদিল রশিদ প্রত্যেকেই ১টি করে উইকেট শিকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০