বিটানিয়া এবং ট্র্যাক বাংলা প্যাকেজিং গামেন্সের উদ্যোগে ১০ বছর পূতি ফ্যামিলি ডে শুক্রবার দিনব্যাপি চন্দ্রা রিসোটে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দুটি গামেন্সের পরিবারের সদস্যরা আনন্দঘন পরিবেশে পালন করে। উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চেয়ারম্যান মিষ্টার জামিল আহমেদ । তিনি বলেন,প্রতিবছরের মত এবার আমরা ফ্যামিলি ডে পালন করতে পেরে খুব খুশি ।

এবার আমাদের ১০ম পূর্তি । তাই আমরা এ বচর আরো ভালোভাবে
পালন করার চেষ্ঠা করেছি । আর আপনারা যারা এখানে অংশ নিয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডাইরেক্টর মিষ্টার জাফির আহমেদ,ম্যানেজিং ডাইরেক্টর মিষ্টার জাহির আহমেদ, বিদেশী মিষ্টার পল,মিসেস জুলি,পোডাকশন ম্যানেজার মিষ্টার তপন,সিনিয়ার ম্যানেজার শামসুর রহমান বাবু,মিষ্টার গোলাম সোহান,মিষ্টার মাসুদ,ইঞ্জিনিয়ার মাসুম ,মিলন,বক্কার,শফি,আব্দুল বাছেদ ও সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে লটারির আয়োজন করা হয় । লটারিতে ৯১ জনকে পুরুষ্কুত করা হয় । কর্মিরা সারা দিন খুব আনন্দ করেন। এমন জাকজমক অনুষ্ঠান দেখে সবাই খুব খুশি হয় ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০