অ-১৯ বিশ্বকাপের প্রথম দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩য় ম্যাচে বাংলাদেশের যুবারা হারিয়েছে নামিবিয়াকে। সাইফের মাত্র ৪৮ বলে ৪৮ রানের সুবাদে নামিবিয়াকে ৮৭ রানে পরাজিত করে বাংলাদেশ। ১ম খেলায় পাপুয়া নিউগিনিকে নিয়ে ছেলে খেলা খেলেছে জিম্বাবুয়ের যুবারা। পিএনজিকে মাত্র ৯৫ রানে অলআউট করে দিয়ে ১৪ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে জয়লাভ করে জিম্বাবুয়ে।
২য় ম্যাচে পাকিস্তানের যুবাদের ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তানের যুবারা। পাকিস্তানকে
১৮৮ রানে আটকে দিয়ে ৪৭. ৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে জয় পায় আফগানিস্তান। ৪র্থ ম্যাচ ৫০ ওভারে অনুষ্ঠিত হয়। এ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে উইন্ডিজের যুবাদের। ৮ উইকেট হারিয়ে ২৩৩ রান করে উইন্ডিজের যুবারা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে অ্যালেন এর ১১৫ রানের সুবাদে ৩৯.৩ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে জয়লাভ করে কিউই যুবারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০