কক্সবাজার পৌরসভার নির্বাচনের প্রতীক বরাদ্ধ পেয়েছে ৫ মেয়রসহ মোট ৭৭ প্রার্থী। প্রতীক বরাদ্ধ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচারয় নেমেছেন তারা।
শুক্রবার (২৬ মে) ৫ মেয়র প্রার্থী, সংরক্ষিত ৪টি নারী আসনে ১৬ নারী কাউন্সিলর প্রার্থী, ১২টি সাধারণ ওয়ার্ডের ৫৬ কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান- যাচাই বাচাই ও প্রার্থীতা প্রত্যাহারের পর ৭৭ প্রার্থী প্রতীক পেয়েছেন। এখন থেকে তারা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালাতে পারবেন। তবে অচরণ বিধি লঙন করলেই সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাযায়, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী (নৌকা), বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ (নারিকেল গাছ), তার স্ত্রী জোসনা হক (মোবাইল ফোন) স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া (হেলমেট) ও ইসলামী আন্দোলনের মো. জাহেদুর রহমান (হাত পাখা) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।
সূত্রটি আরো জানায়, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। তারৎমধ্যে পুরুষ ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ৪৪ হাজার ৯২৩ জন ভোটার রয়েছে। আগামী ১২ জুন পৌরসভার ৪৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্টিত হবে।
বার্তা বাজার/জে আই